🌸আপনি রুমে বসে দ্বীন এর কোনো একটা মাসআয়ালা নিয়ে নেট ঘাটছেন,খুবই গুরুত্বপূর্ণ মাসাআয়ালা। এমন সময় আপনার আম্মু ডাক দিলো। আপনি উহু করে বলে দিলেন ব্যাস্ত সম্ভব না আসা।প্রচন্ড বিরক্ত প্রকাশ করলেন। দিনের বেশির ভাগ সময় ইসলাম জানাতেই ব্যায় করছেন। মায়ের ডাক আজকাল বড্ড ডিস্টার্ব মনে হচ্ছে।
🌸কিংবা ধরুন আপনি বিবাহিত, স্ত্রী সারাদিন রান্নাবান্না করছে। সকাল সকাল উঠে বেশ ফ্রেশ হয়ে অফিস যাচ্ছেন। দিনশেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসে ঘমার্ক্ত শরীর নিয়ে শুয়ে পড়লেন।এত ক্লান্ত নিয়ে কে হবে ফ্রেশ? স্ত্রীর জন্য ফ্রেশ হয়ে আলাদা সময় বের করার কোনো ইচ্ছেই নেই আপনার।
কিংবা আপনি একজন স্ত্রী,আশেপাশের মা বোনদের তালীম নসীহা দিয়ে বেশ ব্যাস্ত সময় যায়। এতটাই ব্যাস্ত কোনো এক সন্ধ্যায় খেয়াল ও করা হলো না আপনার স্বামী হয়ত আজ একটু আগেই বাসায় এসেছে কিংবা হয়ত অফিসের ঝাড়ি খেয়ে প্রচন্ড মন খারাপ হয়ে বসে আছে...
🌸আপনার আত্নীয়দের কেউ একজন হয়তো দ্বীন নিয়ে ভালো ধারণা নেই। হয়ত পর্দা করেন না। কিংবা দুনিয়া নিয়ে ব্যাস্ত। মাঝে মাঝে আপনার নতুন নতুন দ্বীনে আসা নিয়ে মন্তব্য করে। আপনি কি করা যায় ভাবতে ভাবতে চিন্তা করলেন ওদের সাথে আর সম্পর্কই রাখবো না,যথেষ্ট হয়েছে। আর কোনো কথা, খোজ নিব না।
🌸আজকাল বেশ খানিকটা সময় আপনি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন,দ্বীনি ভাই বোনদের নসীহা তে সময় কাটছে। কিভাবে দ্বীনের দিকে আরো আগানো যায়। আপনার সোশ্যাল মিডিয়া ভরপুর সকাল সন্ধ্যার আমলে। কোনো আমল জানার সাথে সাথে সেটা প্রচারে ব্যাস্ত হয়ে পড়ছেন....কিন্তু নিজে আমল করার ব্যাপারে সচেষ্ট নন।
আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিক, আমীন
0 Comments