বিচ্ছেদের ৩ বছর পর /by shbdweb

বিচ্ছেদের ৩ বছর পর ❤



shbdweb.blogspot.com 


মেয়েঃ কেমন আছো?
ছেলেঃ আলহামদুলিল্লাহ ভালো। আপনি?
মেয়েঃ অনেকদিন পর তাইনা?
ছেলেঃ হুম তো?
মেয়েঃ আপনি হয়ে গেছি।
ছেলেঃ ব্যার্থতা আর অবহেলার পরিনতি
মেয়েঃ প্লিজ ওভাবে বলোনা
ছেলেঃ হুম
মেয়েঃ কি করছো এখন?

ছেলেঃ মনে আছে? বেকারত্বের জন্য ছেড়ে গেছিলে? ছেড়ে যাওয়ার পড়ের দিন চাকরি পাইছি!
মেয়েঃ বলনি কেনো?
ছেলেঃ বললে কি ফিরে আসতে?
মেয়েঃ অবস্যই আসতাম হয়তো, সমস্যাই তো ছিলো ওটা।
ছেলেঃ আফসোস........(নিশ্বাস ছেড়ে)
মেয়েঃ কেনো?

ছেলেঃ ভালোবাসা টা আজ টাকা/চাকরির কাছে পরাজিত
মেয়েঃ সমস্যা টা আমার ছিলো না আমার ফ্যামিলির
ছেলেঃ তোমার ফ্যামিলি তো আমাকে ভালোবাসেনি, ভালোবেসেছো তুমি!
মেয়েঃ আমি আমার ফ্যামিলির কাছে সীমাবদ্ধ ছিলাম
ছেলেঃ আর আমি তোমার কাছে
মেয়েঃ বাদ দাও ওসব, হঠাৎ এখানে কেনো?
ছেলেঃ মনে আছে তোমার? এই দিনে এই জায়গায় আমি তোমায় প্রপজ করেছিলাম?
মেয়েঃ তোমার এখনো মনে আছে?
ছেলেঃ থাকবে না কেনো? এই পার্কের মোড়ে বাদাম,ফুসকার,চা,কফির সাথে জুরে আছে হাজারো স্মৃতী,


পুড়োনো দিনকে খুব মিছ্ করছিলাম আর আজকের দিনটা স্মরনিও দিন তাই একা একা নিরবে ১ কাপ কফির সাথে স্মৃতীচারন করতেছি
মেয়েঃ সরি, আমি আমার ভুল বুঝতে পারছি
ছেলেঃ অনেকটা দেরী হয়ে গেলো না?
মেয়েঃ কেনো?
ছেলেঃ তোমার তো বিয়ে হয়ে গেছে
মেয়েঃ না হওয়ার কথা ছিলো কিন্তু হয়নি
ছেলেঃ ওহ্ কিন্তু আগামি ৮ তারিখ আমার বিয়ে
মেয়েঃ (নিশ্চুপ)

ছেলেঃ চাকরি পাওয়ার পরেই মা আমার বিয়ে দিতে চেয়েছিলো কিন্তু আমি তোমার অপেক্ষায় ছিলাম তারপর ২ দিন আগে মা জোর করে বিয়ে ঠিক করলো ।
মেয়েঃ বউ নিশ্চই আমার চেয়ে ভালো?
ছেলেঃ তা জানিনা মা দেখে পছন্দ করছে ।
মেয়েঃ একবার পিছুটান নেওয়া যায় না?
ছেলেঃ পরিস্থিতি নেই  
মেয়েঃ আচ্ছা,  লাষ্ট একটা কথা রাখবা?
ছেলেঃ জ্বী বলতে পারো
মেয়েঃ তোমার বিয়েতে আমাক ডাকিও, আমি তো বৌ সাজতে পারলাম না, তাই তোমার বৌকে আমি নিজের হাতে সাজিয়ে দিবো
ছেলেঃ আচ্ছা ঠিক আছে, আমার দেরী হয়ে যাচ্ছে
মেয়েঃ মাথার চুলগুলো এলোমেলো করে রেখেছো কেনো? কয়দিন বারন করছি?
ছেলেঃ জীবণটাই তো এলোমেলো, আর যার জন্য ঠিক করতাম সেই তো চলে গেছিলো তাই এলোমেলো

মেয়েঃ আটকাতে পারোনি?
ছেলেঃ যে চলে যায় তাকে আটকানোর চেষ্টা করাও বৃথা, আর যে চলে যার সে ভালোবাসেনি কখনো
মেয়েঃ তবে কি আমি_______😢😢
ছেলেঃ না তোমার দোষ দিচ্ছি না, দোষটা আমার ভাগ্যের
মেয়েঃ সরি🙏🙏
ছেলেঃ ঠিক আছে ভালো থেকো, 
মেয়েঃ আচ্ছা বাই......
দুজন চলে যায় ২ দিকে আর রেখে যায় স্মৃতীগুলোকে,
যানবাহনের ভীরে হাজারো মানুষের কোলাহলে
 তপ্ত দুপুরে রাস্তার কুকুর গুলো হা করে তাকিয়ে আছে 
কিছুদুর যাওয়ার পর ২ জনে পিছনে ফিরে তাকালো
হয়তো বা ভালোবাসা টা সত্যি ছিলো কিন্তু একটু অবহেলা আর ফ্যামিলির চাপে ভেঙ্গে গেলো ২ টি মন,
হয়তো বা আবার কোন একদিন দেখা হবে কিংবা নাও হতে পারে
এই মায়ার বাধনে জরীয়ে থাকা স্মৃতীগুলোকে আকরে ধরে রাখবে
হয়তো চাইলেও আর কখনো কথা হবে না,
দেখতে ইচ্ছা করলেও দেখা হবে না, 
যে যার জীবন নিয়ে ব্যাস্ত থাকবে,
আর ভালোবাসাটা একা একা ঘুড়ে বেড়াবে

Post a Comment

0 Comments

Next post

বিচ্ছেদের ৩ বছর পর /by shbdweb

Public