একটা ধার্মিক মেয়ে সে মাদ্রাসাতে পরে একজন মুসলিম নারি হিসেবে একজন তার মুসলিম মেয়েরা কখনো বাইরের পরিবেশে তেমন মিশতে পারে নাই কারণ আল্লাহ এর নিষেধ মেয়েরা ঘরেই ভিতরেই সুন্দর তার সুন্দরতা শুধু তারা স্বামী। ত অই মেয়েটা আল্লাহর সব সময় ইবাদত করত আর বাকি অবসর সময় সে নানান কথা ভাবতো তার ছোট বেলা থেকে অনেক সপ্ন সে মনের ভিতর লুকিয়ে রেকেছে সে বসে বসে আনমনে অনেক সপ্ন বুনছে হটাৎ তার মা পিছন থেকে ডেকে বললো কিরে মা এখনো এখানে বসে আছিস অই সকাল থেকে ফজরের নামাজ পরে যে বারান্দায় বসলি খাবার খাবি না,আবার সকাল ও ত কম হইনি মা মাদ্রাসা তে জাবি না, মা কথা গুলো বললো একটু আদর করে, আমি বললাম হে মা জাবো ইসস আমি ভুলেই গেছিলাম আমার খেয়েল ছিলো না আচ্ছা এখনী জাইতেছি, আচ্ছা জাবি কিন্তু আমি এতক্ষণ পিছে থেকে দেখলাম তুই গভীর আনমনে কি ভাবছিলি আমাকেও একটু বল শুনি মা এর এমন কথা শুনে লজ্জা পাইতেছি আম্মুকে বললাম না আম্মু কিছু না ও আচ্ছা জাও খেয়ে নাও,আসলে আমার পরিচয় দিতে ভুলে গেছি আমি নিলা আমি মাদ্রাসা তে পরি একদিন মাদ্রাসা তে আসার পথে ছেলেটা দেখি রাস্তার পাশে সিগারেট খাচ্ছে আমি তার পাশে দিয়ে মাথা নিচু করে চলে আসতেছিলাম তখনি আবার ছেলেটার সিগারেট এর দোয়া আমার মুখে আসে খুব বিরক্ত লাগে মাথা গরম হয়ে গেছিল তাই ছেলেকে জিজ্ঞেস করলাম এইজে আপনি আমার সাথে এমন করলেন কেনো(আমি)কই কি করলাম (ছেলেটা) এইজে এক সিগারেট খাচ্ছেন আবার আমার মুখের কাছে দোয়া ছারলেন(আমি)সরি আসলে খেয়াল করি নাই প্লিজ ভুল বুজবেন না(ছেলেটা) আচ্ছা আর এমন করবেন না আর এসব খাবেন না এই বলে বাসাই ওইদিন চলে আসলাম কিন্তু এর পরে থেকে এই যে ছেলেটা প্রতিদিন আমার পিছু নেই রাস্তার পাশে প্রতিদিন দারাই থাকবে কিন্তু আমি ছেলের সাথে কথা বলিনি কারণ ইচ্ছা থাকলেও আল্লাহ নারাজ হবেন তাই এসব কথাই আজ সকালে বসে ভাবছিলাম এই কথাই আমার আম্মু আমাকে বললো তারপর ঘরে গিয়ে খাওয়া শেষ করলাম খাওয়া শেষ করে মাদ্রাসার জন্য রেডি হইতেছি আর ছেলেটার কথা ভাবতেছি ছেলেটা আমার পিছে প্রাই ৩ মাস ধরে আমাকে পিছন থেকে দেখে কিন্তু কোনো কথাও বলেনি একদিন শুধু বলার চেষ্টা করছিলো পরে আমি রাগ দেখাইছিলাম তারপর থেকে আর চেষ্টা করেনা জাক এসব
বাদ দিয়ে মাদ্রাসা জাই আমার বান্ধবি অ আমার বাসাই এসেছে আমাকে নিতে তাই অর সাথে গল্প গল্প করতে করতে মাদ্রাসা তে যাচ্ছি মাদ্রাসা কাছে যেতে আজকেও অই ছেলেটা কে দেখছি রাস্তার পাশে বসে আছে আমাকে দেখে আজ এগিয়ে আসে আমি হালকা ভয় পাই ছেলেটা আমার দিকেই আসছে মনে হই ছেলেটা সামনে আইসা বলে এই যে একটু শুনবেন প্লিজ একটু কথা ছিলো(ছেলেটা) কি বলবেন অইদিন আপনাকে বলছি যে আপনার সাথে আমার কোনো কথা নেই তাহলে আজ আবার কি বলবেন(আমি) প্লিজ একটু শুনেন একটু (ছেলেটা) আচ্ছা বলেন কি বলবেন(আমি) আপনার বান্দবি কে একটু সামনে জাইতে বলেন প্লিজ খারাপ রাগ করবেন না(ছেলেটা)
0 Comments