🙄🙄দ্বীনদার স্ত্রীর গুণ 🤔🤔🤔
স্বামী প্রথম রাতে স্ত্রীকে বলছে,,দেখো আমি বিয়েতে রাজি ছিলাম না।
আমার পরিবার জোরপূর্বক আমাকে বিয়ে করিয়েছে। তাই বলছি!তোমার মতো তুমি,আর আমার মত আমি থাকতে চাই।
স্ত্রী একদম চুপ,কিন্তু হতাশ হলেন না।
মধ্যরাতে যখন স্ত্রী তাহাজ্জত নামাজ পড়তে উঠলো। স্বামীর এলোমেলো মাথার চুলে হাতে
শীতল পরম বুলিয়ে কানের কাছে গিয়ে বললো!
চলুন,আল্লাহর শুকরিয়া আদায় করি,আর আল্লাহর শুকরিয়া আদায় করার একমাত্র সেতু হচ্ছে নামাজ।
স্বামী চোখ খুলে স্ত্রীর দিকে তাকিয়ে অবাক। কি মিষ্টি হাসি,অপূর্ব চাহনি।
স্বামী বললো! তুমি যাও,আমি ঘুমাবো,সকালে অনেক কাজ আছে।
স্ত্রী বলল!আমি আপনাকে জান্নাতের দিকে ডাকছি, সুখ শান্তি ও স্বচ্ছলতার দিকে ডাকছি।
স্বামী বললো! ও আচ্ছা,তাহলে আমাকে জান্নাতে নিয়ে চলো!
স্ত্রী বলল!তাহলে অজু করে আসুন,আল্লাহর কাছে জান্নাত চান,পেয়ে যাবেন ইনশাল্লাহ।
স্বামী বললো!আমি অনেক সুখ পেতে চাই।
স্ত্রী বললো! পৃথিবীর সবাই সুখের ক্রেতা,একমাত্র আল্লাহ তা'আলাই হচ্ছে সুখের বিক্রেতা।
স্বামী বললো! কিভাবে?
স্ত্রী বললো! আল্লাহ তা'আলা মানুষের জান-মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে।
স্বামী বললো! আমি তো খারাপ,আর তুমি এই জামানার পুত ও পবিত্র নারী। আমার মতো খারাপ ছেলের সাথে তুমি জীবন কাটাতে পারবে না?
স্ত্রী বললো! আপনার শরীরে যদি হযরত আইয়ুব আলাইহিস সালাম এর মতো পোকায় ভরে যায়,
এর পরেও আমি আপনার পাশে থেকে সেবা-যত্ন করব।
আমার মান-সম্মান ইজ্জত আব্রু সব আপনার কাছে আমানত, আর এই আমানতের খেয়ানত আমি কখনোই করবো না।
আমাদের ঘরটা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মতো হোক,
আপনার মুখে সবসময় মুক্তাঝরা হাসি ফুটিয়ে রাখতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন।
স্বামী ভাবছে! এমন স্ত্রী আমি ভাগ্যক্রমে পেয়েছি, তাকে আর অবহেলা করা যাবে না। এখন থেকে সে আমার শরীরের অংশ।
স্বামী বলল! তুমি না বলেছিলে আমাকে জান্নাতে নিয়ে যাবে,
কিন্তু এটা তো বলনি যে, আমার বুকে মাথা রেখে মিষ্টি পরম ভুলাবে কিনা?
স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে হা সূচক উত্তর দিল।
বিঃদ্রঃ তাই সমস্ত নারী জাতিকে বলছি! আপনার স্বামী যেমনই হোক না কেন, সে তো আর ফেরাউন না যে, হকের পথে আসবে না।
আমি বিশ্বাস করি। আপনার অকৃত্রিম ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে ডাকুন, অবশ্যই তিনি আপনার ডাকে সাড়া দিবেন।
সমস্ত ছেলেরা ভালোবাসার কাছে হেরে যায়, আর মেয়েরা ভালোবাসার ক্ষেত্রটি ভালো বুঝে। এই জন্য আল্লাহ তা'আলা মেয়েদেরকে মা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন।
0 Comments